• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সাঘাটায় ট্রাক উল্টে ২০৬ বস্তা চাল নদীতে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তার দুইপাশের মাটি দেবে যাওয়ায় সম্প্রতি বোনারপাড়ার ব্যবসায়ী আব্দুল গোফফার মিয়ার ২০৬ বস্তা চালসহ একটি ট্রাক উল্টে গিয়ে নদীতে পরে গেছে।উপজেলার মথর পাড়া বটতলা গ্রামে বোনারপাড়া টু জুমারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ব্যাপক তৎপরতার পর ১০৯ চালের বস্তা উদ্ধার করলেও ৯৭টি চালের বস্তা নদীর পানিতে নিমজ্জিত হয়, যা আর উদ্ধার করা যায়নি।ব্যবসায়ী আব্দুল গোফফার মিয়া বলেন, বিকল্প রাস্তার দুইপাশে মাটি দেবে গেছে। ঠিকাদারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমি ক্ষতিপূরণের জন্য মামলা করব। আমার ব্যবসার এই ক্ষতি আমি কীভাবে পূরণ করব। আমি এর প্রতিকার চাই কর্তৃপক্ষের কাছে।এ বিষয়ে ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে, রাস্তাটির অবস্থা খুবই খারাপ। ঠিকাদাররা যদি ভালোভাবে কাজ করে তাহলে সমস্যাটি দূর হয়ে যায়। আমাদের প্রত্যেকদিনিই এর কারণে নানান ধরনের সমস্যার মধ্যে পরতে হচ্ছে।