• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৬:২২:১৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৬:২২:১৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে পাকা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের মাঠে আড়াই বিঘা জমির পাঁকা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা। ১৬ অক্টোবর বুধবার শেষ রাতের কোনো এক সময়ে সাগান্না ইউনিয়নে ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বকসিপুর গ্রামের আহমেদ হোসেনের ছেলে নাসির উদ্দীনের বাড়ির পাশে মাঠের মধ্যে পাকা ধান বেঁধে স্তূপ করে রাখা ছিলো। গভীর রাতে কে বা কারা মাঠের মধ্যে বেঁধে রাখা আড়াই বিঘা জমির ধানে আগুন লাগিয়ে দেয়। আগুনে সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায়।কৃষক নাসির উদ্দীন জানান, পাকা ধান বেঁধে মাঠের মধ্যে স্তূপ করে রাখা ছিল। রাতে দুর্বৃত্তরা ধানে আগুন জ্বালিয়ে সব ধান পুড়িয়ে দিয়েছে। এতে করে আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি এ ঘটনায় সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবে করেন। এঘটনায় এলাকার কৃষকরাও ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।ঝিনাইদহ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনা আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ভুক্তভোগীরা যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।