ঈদে প্রচারিত হবে প্রিয়াঙ্কা জামানের ৮ নাটক
বিনোদন প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে হবে সময়ের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ৮ নাটক। এর মধ্যে ২টি ধারাবাহিক ও বাকিগুলো একক নাটক বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে প্রিয়াঙ্কা জামান বলেন, রমজানের আগের দিন পর্যন্ত শুটিং করেছি। রমজান মাসে একটি নাটকের শুটিং করছি। ইতোমধ্যে দশের অধিক নাটকের কাজ সম্পন্ন করেছি। ঈদে বিভিন্ন টিভিতে আমার আটটি নাটক প্রচার হবে বলে নিশ্চিত হয়েছি। তবে আরও ২/১টি নাটকও প্রচারিত হতে পারে।তিনি বলেন, নাটকগুলোর মধ্যে রোমান্টিক, কমেডি ও অ্যাকশন সব ঘরানার স্বাদ পাবে দর্শকরা। আশা করছি, তারা নাটকগুলো বেশ উপভোগ করবে।জানা যায়, প্রিয়াঙ্কা অভিনীত নাটকগুলো হলো- আজম খান পরিচালিত গৃহপালিত স্বামী, ভাইয়ের কষ্ট, মামা ভাগ্নে জেন্টলম্যান, নায়িকার জুতা ও সাত পর্বের ধারাবাহিক বিয়ে আর হলো না এবং নিয়াজ খান পরিচালিত ভেলকিবাজি একুশে টেলিভিশনে প্রচার হবে। এটিএন বাংলায় প্রচার হবে এস আই সোহেলের জুয়া খোর মজিদ ও তুষার খানের ঝড় বৃষ্টির রাতে।