• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৩:০২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৩:০২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

নড়াইলের ৪ থানায় নতুন ওসি

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদে রদবদল হয়েছে। যারা দ্বায়িত্বে ছিলেন তাদের সরিয়ে নতুন চার জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ৯ অক্টোবর বুধবার রাতে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন এ তথ্য  নিশ্চিত করেছেন।বদলি করা কর্মকর্তাদের মধ্যে নড়াইল সদর থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলামকে নড়াইল সদর থানার ওসি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে জেলায় যোগদানকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আশিকুর রহমানকে লোহাগড়া থানার ওসি করা হয়েছে। একই শাখা থেকে জেলায় যোগদানকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক রাশিদুল ইসলামকে কালিয়া থানার ওসি করা হয়েছে। ফেনী জেলা পুলিশ থেকে নড়াইলে যোগদানকৃত নিরস্ত্র পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামকে নড়াগাতী থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানায় নতুন ওসিদের দায়িত্ব দেয়া হয়। অফিস আদেশে বলা হয়, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি করা হলো। একই আদেশে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম , কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন, নড়াগাতী থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমানকে নড়াইল লাইনে বদলি করা হয়েছে।লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান মঙ্গলবার (৮ অক্টোবর) যোগদান করেন। অন্য তিন থানা নড়াইল সদর, কালিয়া এবং নড়াগাতী থানার ওসি পরদিন বুধবার (৯ অক্টোবর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সংশ্লিষ্ট থানায় যোগদান করেন।