• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৪৩:০৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৪৩:০৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় টাঙ্গাইলে জুয়েলকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শামীম আল মামুন জুয়েলকে টাঙ্গাইলে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়নবাসীর পক্ষ থেকে শামীম আল মামুন জুয়েলকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  ফরহাদ ইকবাল।হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মোরশেদ আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান নূর এ আলম তুহিন।এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন- জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহে আলম সাবু, শিক্ষক সমিতির সদর উপজেলার শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ আরও অনেকে।