• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪০:০০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪০:০০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ফরিদপুরের ভুবনেশ্বর নদে কুমির: আতঙ্কে স্থানীয়রা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ভুবেনেশ্বর নদে একটি কুমিরের দেখা মিলেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। খবর পেয়ে রাতেই চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ১১ অক্টোবর বুধবার বিকেলে ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ির পাশে কুমিরটি দেখতে পায় স্থানীয়রা। এসময় সবাইকে সতর্ক করতে মসজিদের মাইকে প্রচারনা চালানো হয়।স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, রাত ১১ টার দিকে লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি দেখা যায়। ১৫ থেকে ২০ মিনিট পর পর কুমিরটি পানি থেকে মাথা উঠিয়ে আবার ডুব দিচ্ছে।স্থানীয় মোফাজ্জল ব্যাপারীর ছেলে সুজন জানান, কুমিরের খবর সন্ধ্যার পর এলাকায় জানাজানি হয়। পরে মসজিদের মাইকে এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। গ্রামের আরেক বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী জানান, কুমিরের বিষয়টি তিনি প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি বনবিভাগসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। স্থানীয়দের আপাতত গোসল বা যেকোনো কাজে নদীতে নামতে নিষেধ করা হয়েছে।ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া বলেন, বিষয়টি জানতে পেরে খুলনা বিভাগীয় অফিসকে জানানো হয়েছে। তারা কুমিরটি উদ্ধারে একটি দল পাঠানোর ব্যবস্থা করছে।খুলনা বিভাগীয় বন অধিদফতরের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে কুমিরটির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এটি উদ্ধারে টিম পাঠানো হবে।