গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি: ভারতে থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বসত-ভিটা ও ফসল যাতে ভবিষ্যতে রক্ষা করা যায়, তার জন্য গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।১৬ অক্টোবর বুধবার বিকেলে সদরের চাঁনপুর স্টিলব্রিজ সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন, চলতি বছরে ভারতে থেকে আসা পাহাড়ি ঢলে গোমতীর তীরের কৃষকের জমিতে বালু পড়েছে। বর্তমানে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই, নৌ-পরিবহন মন্ত্রণালয় কাছে দাবি, গোমতীর নদীর দুই তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ নদী খনন করে যেন ফসলি জমি রক্ষা করা হয়।মানববন্ধনে সর্বস্তরের কৃষকের পক্ষে বক্তব্য দেন খন্দকার ইয়াসির আহমেদ, জহিরুল ইসলাম বেলাল, আবু সারোয়ার উৎপল, গোলাম মোস্তফা, মো. মামুন খন্দকার, আবদুল বারেক, কামাল খন্দকার, মো. শামীম খন্দকার প্রমুখ।