• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:২১:০৫ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:২১:০৫ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

কালিগঙ্গা নদী দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি: কালিগঙ্গা নদীর দূষণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক ড. মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী (পুর) বাপাউবোর মো. সালামত ফকির ও মানিকগঞ্জ পৌরসভা কনজারভেন্সী ইন্সপেক্টর রাজিব কান্ত গোস্বামী।সভায় বক্তারা কালিগঙ্গা নদীর দূষণের বর্তমান অবস্থা, দূষণের কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা দূষণ রোধে জনগণের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।ড. মো. ইউসুফ আলী বলেন, নদীর দূষণ রোধে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটি শুধু পরিবেশ রক্ষার নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার প্রয়াস।সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন কলকারখানার প্রতিনিধি এবং পরিবেশপ্রেমী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁরা নদীর দূষণ কমানোর জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এ সময় অনুষ্ঠানটি নদী রক্ষায় সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।