নিকলীতে নদী ভাঙনে বিলীন হচ্ছে শত শত ঘর বাড়ি
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে ধনু নদী। ২০-২৫ বছর ধরে নদী ভাঙনের কবলে রয়েছে প্রায় আট হাজার বাসিন্দার এ গ্রামটি। শত শত একর ফসলি জমি ও ঘর বাড়ি বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। এখনও হচ্ছে। বর্ষা মৌসুমে ভাঙনের হার তীব্র হলেও শুষ্ক মৌসুমেও থেমে নেই।সরেজমিনে দেখা গেছে, একসময় যে জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো স্থানীয়রা, সেই জমিগুলো এখন নদী গর্ভে হারিয়ে গেছে। নদীর তীরে সুরক্ষা বাঁধ না থাকায় দিন দিন ভাঙনের পরিমাণ বেড়েই চলছে। ঘর বাড়ি ভেঙে যাওয়ার ভয়ে আতঙ্কে রাতেও ঘুমাত পারছেন না নদীর পাড়ের মানুষ।এদিকে, ভাঙনের কবলে পড়া বাসিন্দারা দুয়ারে দুয়ারে ঘুরেও পাচ্ছেন না সুরক্ষা বাঁধের আশ্বাস। ক্ষতিগ্রস্ত অনেকেই গ্রাম ছেড়ে বসবাসের জন্য ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পাড়ি জমাচ্ছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পরবর্তী জেলার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে।