• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ রাত ০৯:১৪:৪২ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ রাত ০৯:১৪:৪২ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি রাজস্থলীতে অজ্ঞাত নবজাতক কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাষ্টারের বাড়ির পুকুর ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে আওয়াল মাষ্টারের বাড়ির ছেলে ওই পুকুরের পানি আনতে যায়। এক পর্যায়ে পুকুর ধারে নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, উদ্ধার করা নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে রাজস্থলী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।