• ঢাকা
  • |
  • বুধবার ২১শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:৫১:০৭ (05-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২১শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:৫১:০৭ (05-Mar-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে নবদম্পতির ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাই

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক নবদম্পতিকে রাস্তায় আটকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।১৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছেলের মা রহিমা বেগম। তিনি সদর উপজেলার গারাদিয়া গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।জানা গেছে, সোমবার সকালে রহিমা বেগমের ছেলে আরিফ (২৪) ও তার স্ত্রী রানী আক্তার (১৯) ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে কৈতরা মিতরা বাজারের মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বখাটে আশিক, শাওন, বাদু, সিফাত, রাকিব, নিরব ও সবুজ তাদের গতিরোধ করে। এ সময় সংঘবদ্ধ বখাটেরা আরিফ ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে আরিফের স্ত্রীকে শ্লীলতাহানি করে তার গলায় রক্ষিত ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। খবর পেয়ে আরিফের চাচা এগিয়ে গেলে বখাটেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।অভিযোগকারী রহিমা বেগম গণমাধ্যমকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে বখাটেরা আমার নব বিবাহিত ছেলে ও তার স্ত্রীর উপর এ জঘন্য হামলা চালায়। তারা এখন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বখাটেরা পার্শ্ববর্তী এগারোশ্রী কৈতরা গ্রামের বাসিন্দা।এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, স্বামী-স্ত্রীর উপর হামলার অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।