• ঢাকা
  • |
  • শনিবার ২১শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:২৫:১৪ (04-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:২৫:১৪ (04-Jan-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদকে সংবর্ধনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সদ্য যোগদানকৃত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদকে সংবর্ধনা দিয়ে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।২২ নভেম্বর শুক্রবার শেষ বিকালে রাবাইতারী আদর্শ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজ হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গোলাম মুর্তজা বকুলের সঞ্চালনায় রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল হক মনির এতে সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য রাখেন- কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সদ্য যোগদানকৃত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর বজলুর রসিদ, জেলা ও দায়রা জজ কুড়িগ্রামের অ্যাডভোকেট আশরাফুল হক, জেলা ও দায়রা জজ আদালত কু‌ড়িগ্রামের সহকারী সরকারি কৌঁসুলি মোরশেদুল হক খন্দকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুড়িগ্রাম জেলা আদালতে অ্যাডভোকেট আব্দুল বারেক, ফুলবাড়ী উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী ক্লে, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, বড় ভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহুরুল হক, ভাঙ্গামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বেলাল হোসেন ব্যাপারী, ভাঙ্গামোড় ইউনিয়নের  যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ক্লে, বিএনপির খড়িবারি বাজার শাখার সভাপতি রজব আলী শেখ, ছাত্রনেতা তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।মতবিনিময় সভায় মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে মনে করে মামলা পরিচালনা করা, ন্যায় বিচার নিশ্চিতে সবাইকে সহযোগিতা ও বৈষম্যহীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর দা‌বি করেন বক্তারা।