মানিকখালী বাজার সমিতির নবনির্বাচিত কমিটির সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী মানিকখালী বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।৬ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ইমাম হোসেন দুলালের নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহ মো. শাহানশাহসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে আরও উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল। ইউএনও মো. মাঈদুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল বলেন, আমি বাজারের মাছ মহলের সংস্কারের জন্য পরিষদ থেকে এক লক্ষ টাকার একটি বাজেট বরাদ্দ দিয়েছি। পাশাপাশি উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাজারের ব্যবসায়ীদের জন্য একটি পাবলিক টয়লেটের বরাদ্দের ব্যবস্থা করেছি, খুব শীঘ্রই কাজ শুরু হবে।নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ সমুন্নত রাখতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের নেতৃত্বে বাজারের সকল দোকানদার সুষ্ঠু পরিবেশে ব্যবসা ও বাণিজ্য পরিচালনা করে জীবনমান বজায় রাখতে সক্ষম হবে বলেও মতামত ব্যক্ত করেন তারা।