উন্নয়ন দেখে জনগণ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনেছে: নসরুল হামিদ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা-৩ থেকে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নসরুল হামিদ বিপু বলেছেন, সরকারের উন্নয়ন দেখে জনগণ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনেছে। এখন সরকারের প্রথম কাজ হলো সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করা। বর্তমান সরকারের আরও একটি বড় চ্যালেঞ্জ সোলারের ব্যাপ্তি ঘটানো। প্রায় ১২ হাজার মেগাওয়াট সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করার বড় একটি প্রকল্প নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।৮ জানুয়ারি সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায় নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নসরুল হামিদ বলেন, আগামী দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি জ্বালানি সরবরাহ ধরে রাখা সরকারের একটা চ্যালেঞ্জ। ভোলার গ্যাস ইতোমধ্যেই সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। ২০২৬-২৭ সালের মধ্যেই গ্যাসের ক্ষেত্রে অভূতপূর্ব একটা পরিবর্তন হবে।তিনি বলেন, এই বছরের সেচ মৌসুম ও গ্রীষ্মকালে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, এই বছর অন্যান্য বছরের তুলনায় গ্রীষ্মকালে গ্রাহকদের ভালো সেবা দিতে পারব। ভোলাতে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে, সেখানে ৪৭টি কূপ খনন করা হয়েছে। আরও ১০০টি কূপ খনন করার পরিকল্পনা সরকারের হাতে রয়েছে ।সর্বশেষ তিনি বিপুল ভোটে পুনরায় তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় কেরানীগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।