• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:১৬:৫০ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:১৬:৫০ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয় পুরম করেছে ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স এ সিদ্ধান্তটি ঘোষণা করেন।আগে এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রবেশপথ পোর্ট ব্লেয়ার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আর্চিবল্ড ব্লেয়ারের নামে এ বন্দর শহরটির নামকরণ করা হয়েছিল। (খবর এনডিটিভির)ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই পোস্টে বলেন, আগের নামটিতে যেখানে একটি ঔপনিবেশিক উত্তরাধিকার ছিল, সেখানে শ্রী বিজয় পুরম আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জিত বিজয়ের প্রতীক। এই সংগ্রামে আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অনন্য ভূমিকা ছিল। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান আছে। এই দ্বীপাঞ্চলটি একসময় চোলা সাম্রাজ্যের নৌঘাঁটি হিসেবে ভূমিকা পালন করছে।তিনি আরও জানান, এখন এটি ভারতের কৌশলগত ও উন্নয়নগত আকাঙ্ক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ভূমিকা রাখছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক নেতা এখানকার সেলুলার জেলে বন্দি ছিলেন এবং এখানেই নেতাজি সুভাস চন্দ্র বোস প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন বলে জানান তিনি। কুখ্যাত সেলুলার জেল এখন ভারতের জাতীয় স্মৃতি স্থাপনা। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।