• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:১০:৫৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:১০:৫৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে আবাসিক হোটেলে নারীসহ আটক ৯

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে হোটেল হ্যাভেন ফ্রেশে পুলিশের অভিযানে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এর আগেও অনৈতিক কাজের প্রমাণ থাকায় অভিযানের পরে ওই হোটেলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। পরে তারা আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযান শেষে পুলিশ চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা হোটেলের আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে। এ-সময় ব্যবসায়ীরা হোটেল বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।আশরাফ নামে এক ব্যবসায়ী বলেন, কয়েকদিন পরে ঈদ। আমরা ঈদকে সামনে রেখে নতুন মালামাল উঠিয়েছি। আজকে যদি বিক্ষুব্ধ জনতা দোকানে আগুন ধরিয়ে দিতো তাহলে আমাদের পথে বসতে হতো। তাই আমরা চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, আমরা অভিযান শেষ করে থানায় আসার পর শুনি হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।