রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এডিজি), বাল্যবিবাহ ও মানবপাচার বিষয়ে কথা বলেন।কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার প্রমুখ।এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।