• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৬:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৬:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি’ এই স্লোগানে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে নওগাঁর রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ১২ মে রোববার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রুমিয়া নার্সিং ইন্সটিটিউট বকুলতলী হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রহমাতুল ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. ময়নুল হক দুলদুল।বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি রোটারিয়ান চন্দন কুমার দেব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, পরিচালক আনতারা ফাহমিদা, কাজী কামাল হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।  আলোচনা সভা শেষে নার্সেস-এর প্রতিষ্ঠাতা মিস ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়। এমসয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।