একাধিক চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বিসিবি
খেলা ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ৩ ম্যাচ সিরিজে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অফ ফর্মের কারণে চলতিবছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল খান।নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে রাখা হয়েছে অধিনায়ক সাকিব-আল-হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ এবং ৩ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে। সাকিবের অনুপুস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।এশিয়া কাপের পর দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামিম পাটোয়ারি। এদিকে তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।নতুন করে দলে ডাক পেয়েছেন ৩ জন। এরা হলেন বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।১ম ও ২য় ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন এবং খালেদ আহমেদ।