• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪০:৫৮ (25-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৪০:৫৮ (25-Apr-2025)
  • - ৩৩° সে:

নিউমার্কেটে চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় নূরানী মার্কেটের দোকানে চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কর্মীদের বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা।২৪ এপ্রিল বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক আবু বকর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির ঢাকা কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাত ও সাধারণ সম্পাদক মশিউর রহমান এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, "রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির ঘটনা প্রতিদিন ঘটে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমরা দেখেছি- এসব অপকর্মের সাথে যুক্ত থাকতো ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। পুলিশ এবং রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় এসব অপকর্ম ঘটতো-যা এখনো ঘটছে। চাঁদা আদায় এবং ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে বহু সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে, সাধারণ ছাত্র এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একধরনের অবিশ্বাস এবং অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে এসব ঘটনাকে কেন্দ্র করে।"তারা আরও বলেন, "ক্যাম্পাসের নাম এবং রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজির ঘটনা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশকে নানাভাবে বিঘ্নিত করছে। সাধারন শিক্ষার্থীরাও এসব অপকর্মের ঘটনায় নানাভাবে ভুক্তভোগী হন। তারা উদ্বিগ্নতার মধ্যে থাকেন এবং এসব অপকর্মের অবসান চান।অপকর্মের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ জরুরি উল্লেখ করে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাস-দখলদারিত্ব এবং চাঁদাবাজমুক্ত গনতান্ত্রিক ক্যাম্পাসের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা মনে করি, চাঁদাবাজীসহ যে কোন অন্যায়-অপকর্মের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ জরুরি।ছাত্রদল, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, গতকালের চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিন। আপনারা অপরাধীদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করুন।