• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৫:৫১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৫:৫১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

নিকলীতে ১৬২ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ১০ উপজেলায় বেড়িবাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নদীর তীর প্রতিরক্ষা, ওয়েভ প্রটেকশন ও খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ১৬২ কোটি টাকা ব্যয়ে বাজিতপুর ও নিকলী উপজেলার এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১৫ জুলাই শনিবার প্রকল্পের কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন।এ উপলক্ষে বাজিতপুরের আছানপুরে, নিকলীর ছাতিরচরে ও নিকলীর সিংপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪ সালের জুন মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটির বাস্তবায়ন হলে স্থানীয়দের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ বিভাগ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার।এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরানদীর তীর রক্ষায় আছানপুরে ৩১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বেড়িবাঁধ, নিকলীর ছাতিরচরে ৫২ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং শিংপুর ইউনিয়নে ৭৭ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এর মধ্যে নিকলীর ছাতিরচর গ্রামে এক হাজার ৪০০ মিটার স্থায়ী নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।এসব প্রকল্প বাস্তবায়িত হলে দুই উপজেলার কয়েকটি বাজারসহ গ্রাম ও বিস্তীর্ণ এলাকা নদীভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে বলে মনে করছেন স্থানীয়রা।