বাগেরহাটে বাজারমূল্য ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে রমজান উপলক্ষ্যে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।১২ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মমিনুল রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি বলেন, ভোক্তার সচেতনতা, নৈতিক মূল্যবোধসহ নিয়মিত মনিটরিং ও আইনের যথাযথ প্রয়োগের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খুবই জরুরি। আসলে বাজার মনিটরিংয়ের বিষয়ে এবং কীভাবে বাজার চলবে তার আইনকানুন অনেক আগে থেকেই চলমান রয়েছে। কখনো কখনো মোবাইল কোর্ট পরিচালনা করে আইন মানতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন করে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। প্রয়োজনে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’বাগেরহাট জেলা প্রশাসন এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে মতবিনিময় সভা বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিদুর রহমান। ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন, প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহম্মেদ, চেম্বার অব কমার্সের সদস্য সচিব নূরুল আলম পিন্টু, টিভি জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্যাবের সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, অধ্যাপক হেমায়েত হোসেন খোকন, সাংবাদিক এস এস সোহান, মোয়াজ্জেম হোসেন মজনু।আজাদ রুহুল আমিন, ক্ষুদ্র ব্যবসাই সমিতির সাধারণ সম্পাদক আসলাম মোল্লা, প্রসাদনি ব্যবসাই সমিতির সাধারণ সম্পাদক শেখ মাঈনুল ইসলাম মোস্ত, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজকীন আরবি নওরীন, মো. মিরাজ শেখ, ব্যবসায়ী মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইমাম খলিফা জয় প্রমুখ।মতবিনিময়কালে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারের খাবারে ভেজাল রোধ, মূল্য বৃদ্ধি ও আমদানি রপ্তানিসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা আবশ্যক।