• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-কালনা মহাসড়কে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন মঙ্গলবার বিকালে লোহাগড়া উপজেলা পরিষদ এলাকায় মহাসড়কের পাশে লক্ষীপাশা ক্লাবের আয়োজনে এলাকার শতশত মানুষ মানববন্ধনে অংশ নেয়।এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা ক্লাবের সভাপতি রোজিয়া সুলতানা চামেলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও লোহাগড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আশরাফ, লক্ষ্মীপাশা বাজার বনিক সমিতির সেক্রেটারি বিএম লিয়াকত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মধুমতি সেতু চালু হবার সাথে সাথে কালনা-যশোর আঞ্চলিক সড়কে ১০ জেলার অধিক দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করে। গাড়ির গতি স্বাভাবিক রাখতে সড়ক সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা মহাসড়ক সংলগ্ন গুরুত্বপুর্ণ বাজার এলাকার সড়কের উপর থাকা গতিরোধক তুলে ফেলেন। ফলে গাড়ির বেপরোয়া গতির জন্য প্রায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। তাই দুর্ঘটনা রোধে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক স্থাপন করতে হবে।ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় এলাকাবাসীদের সাথে আলোচনা করে সড়ক নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালে মানববন্ধনে অংশ নেওয়া জনগণ সড়ক ছেড়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করেন।