• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫৪:৩৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:৫৪:৩৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

তালিকা থেকে বাদ ১৬ লাখ মৃত ভোটার

মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এবার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার।১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে এবার প্রায় ১৬ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। এতে ভোটার তালিকায় কারচুপির সুযোগ কমবে। আমরা চাই, অতীতের ভুল শুধরে ভালো একটি নির্বাচন উপহার দিতে।তিনি আরও জানান, নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে।মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী এবং জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন।