• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ছাত্র আন্দোলনে নিহত মারুফের পরিবারের পাশে ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত মারুফ হোসেনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।১৭ আগস্ট শনিবার সকালে তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানাপাড়ায় মারুফের বাড়িতে গিয়ে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। নিহত মারুফ কুষ্টিয়া জেলার খোকসা পৌর এলাকার থানাপাড়ার ফলবিক্রেতা শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ মারুফের বাবা-মা।জানা যায়, মারুফ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ইন্টার্নি ও চাকরির খোঁজে জুলাই মাসের ১ তারিখে রাজধানী ঢাকায় গিয়ে বন্ধুদের সঙ্গে বাড্ডা এলাকার একটি মেসে ওঠেন।১৯ জুলাই দুপুরে সে ওই বাসার সামনেই গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে খোকসা কেন্দ্রীয় পৌর ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে মারুফকে দাফন করা হয়।