লালমনিরহাটে শিল্পকলা অ্যাকাডেমিতে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের সম্ভাবনাকে উদ্যাপনের লক্ষ্যে সারা দেশের ন্যায় লালমনিরহাটে জেলা শিল্পকলা অ্যাকাডেমির নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায়, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এ নৃত্যানুষ্ঠান হয়।এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ব্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদার রহমান, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ সহ সংস্কৃতিকর্মী বৃন্দ।