• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৭:১০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৭:১০ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে, নেতানিয়াহুকে হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে অকপট এবং গঠনমূলক আলোচনা করেছেন কমলা হ্যারিস। ২৫ জুলাই বৃহস্পতিবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী।নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে তিনি বলেন, এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জো বাইডেনের চেয়ে কঠোর সুরে গাজায় হতাহতের বিষয়ে তার উদ্বেগ স্পষ্ট করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এ সময় দ্বি-রাষ্ট্র সমাধানের পথের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তবে ইসরায়েলের প্রতি অটুট প্রতিশ্রুতির কথাও উল্লেখ করে হ্যারিস বলেন, নিজেকে রক্ষার অধিকার আছে ইসরায়েলের, তবে সেটা তারা কীভাবে করে এটাই হলো ব্যাপার। তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর এই সংঘাতের শুরু হয়। সেই সময় হামাসের হামলায় নিহত হয় ১২০০ ইসরায়েলি এবং ২৫০ জনকে জিম্মি করা হয়।আর এই আক্রমনের ধারাবাহিকতায় গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণের শিকার হয়ে ৩৯ হাজারের বেশি মানুষ নিহত হন।মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি এনিয়ে নীরব থাকব না। নেতানিয়াহুকে হ্যারিস বলেন, আসুন আমরা চুক্তিটি সম্পন্ন করি যাতে আমরা যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতিতে যেতে পারি। আসুন আমরা জিম্মিদের বাড়িতে নিয়ে আসি।বৃহস্পতিবার বাইডেনের সঙ্গেও দেখা করেছেন নেতানিয়াহু। রবিবার তার পুনঃনির্বাচন প্রচার থেকে পদত্যাগ করেছেন বাইডেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরায়েল-গাজা যুদ্ধ এখন নবম মাসে। অচিরেই এই যুদ্ধ শেষ করতে এখন দেশে ও বিদেশে চাপের মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।