• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫০:২৩ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫০:২৩ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে স্বর্ণের নৌকা উপহার পেলো এমপি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনকে স্বর্ণের তৈরি দুইটি নৌকা উপহার দিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা।৩ ফেব্রুয়ারি শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এ উপহার তুলে দেয়া হয়।প্রথমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত বাবু ও দ্বিতীয় বারে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আমিরুল ইসলাম স্বর্ণের নৌকা তুলে দেন।স্বর্ণের একভরি করে দুই ভরি স্বর্ণ দিয়ে বানানো হয় নৌকা দুটি। নৌকা বানাতে প্রায় আড়াই লাখ টাকা খরচ করেছেন এ দুই আওয়ামী লীগ নেতা।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু প্রমুখ।