• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আকস্মিক ঝড়ে অর্ধশত নৌকা ডুবি : নিহত ১, নিখোঁজ ১

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আকস্মিক ঝড়ের আঘাতে মেঘনা নদীতে প্রায় অর্ধশত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন, এখনো নিখোঁজ রয়েছে আল আমিন নামের অপর এক জেলে।২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে তজুমদ্দিন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ২০ মিনিটের আকস্মিক ভয়াবহ ঝড়ের আঘাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে উপজেলা প্রশাসন।ঝড়ের তাণ্ডবে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, দোকান, বাড়িঘরের টিনের চালা উড়ে যায়। ঘূর্ণিঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ২০ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার ৫টি ইউনিয়নসহ স্লুইজঘাট এলাকার দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং ঘরবাড়ির টিন উড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসন কাজ শুরু করেছে।