• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৬:৩১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৬:৩১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে: নৌবাহিনী প্রধান

খুলনা ব্যুরো: নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ 'বানৌজা বিশখালী' নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক। নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নৌ-প্রধান। ৩০ নভেম্বর শনিবার সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত যুদ্ধজাহাজ 'বানৌজা বিশখালী' কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ 'বানৌজা বিশখালী' আনুষ্ঠানিক ভাবে নৌবহরে যুক্ত হলো। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি ৪০ মি. মি. বফর গান, দুইটি ১২.৭ মি. মি. হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সারভাইলেন্স র‌্যাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।