কোটা আন্দোলনে দেশের অপূরণীয় ক্ষতির দায় বিএনপি-জামায়াতের: নৌ প্রতিমন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: চলমান কোটা আন্দোলনে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার দায় বিএনপি-জামায়াত কখনোই এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।২৪ জুলাই বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কারফিউ চলাকালীন কর্মহীন হয়ে যাওয়া অসহায় নৌ শ্রমিকদের মাঝে খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।নৌ প্রতিমন্ত্রী বলেন, ছাত্রদের আন্দোলনে কোন রাজনৈতিক দাবি ছিল না। সেটাকে বিএনপি-জামায়াত রাজনীতিকরণ করে সরকারের দৃশ্যমান উন্নয়নমূলক কাজগুলো টার্গেট করে ধংস করেছে। তারা এ দেশের উন্নয়ন চায় না,বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে তাদের গাত্রদাহ্ শুরু হয়েছে।৫ শতাধিক নৌকা মাঝি ও শ্রমিকদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদসহ সদরঘাট নদী বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।