ভোরে দিল্লিবাসীর ঘুম ভাঙল ভূমিকম্পের আতঙ্কে
আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ ভীত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ১৭ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয় নয়াদিল্লিসহ সংলগ্ন অঞ্চল ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায়।জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ-কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লির বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দ শোনা গিয়েছিল। তাঁদের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এই ধরনের কম্পন অনুভূত হয়নি।সোমবার দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। সূত্র: আনন্দবাজার অনলাইন।