পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে গত তিনদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল জেলার মানুষজন।গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। তবে ১৫ ডিসেম্বর রোববার কুয়াশার পরিমাণ কিছুটা কমে যায়। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা দেখা দেয়। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার দেখা মিলছে।এই শীতে ডায়েরিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।১৬ ডিসেম্বর সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।এদিকে, হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষেরা।