• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১২:৩৭:১৩ (24-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১২:৩৭:১৩ (24-Dec-2024)
  • - ৩৩° সে:

রায়পুরায় ইছালে সওয়ারের মাহফিল জনগণের বাধার মুখে পণ্ড

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় খানকায়ে দায়েমিয়া দরবার শরীফের ৮৯তম বার্ষিক ইছালে সওয়ারের মাহফিল অনুষ্ঠানে স্থায়ী জনগণের বাধার মুখে পণ্ড হয়। এ সময় এলাকাবাসীর সাথে দরবার শরীফের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল ভূঁইয়াসহ ৩ জন আহত হয়েছে। আহতদের রায়পুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।২৩ ডিসেম্বর সোমবার রাতে রায়পুরা উপজেলার আদিয়াবাদ পিবি নগর গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, সংঘর্ষ এড়াতে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।এদিকে এলাকাবাসীর দাবি, খানকায়ে দায়েমিয়ার স্বঘোষিত পীর মাওলানা লকিদ্দুল্লাহ হক ফহরী একজন দুশ্চরিত্র লোক। লাকিতুল্লাহ একজন ধর্ষক। তাই এই দরবার শরীফে কোনো অপবিত্র লোক নেতৃত্ব দিতে পারবে না। চরিত্রহীন লোক ইসলামের দীক্ষা দেবে সেটি এলাকাবাসী কখনোই হতে দেবে না।এলাকাবাসী জানায়, ভণ্ড, স্বঘোষিত পীর, ধর্ষক লাকিতুল্লার বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২২ ডিসেম্বর নির্ধারিত ওয়াজ মাহফিল বন্ধের আবেদন করে। অন্যথায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। এছাড়াও জেলা প্রশাসক বরাবরে খানকায়ে দায়েমিয়ার মোতাওয়াল্লীগণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করার জন্য আবেদন করেন। জেলা প্রশাসন ১৪৪ ধারা জারির কথা থাকলেও তা করা হয়নি।এলাকাবাসী আরো জানায়, এলাকায় পুলিশের উপস্থিতি থাকার পরও পুলিশের নীরব ভূমিকা এবং মৌন সমর্থনে ভণ্ড পীর নাকিতুল্লাহ মাহফিলের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে এলাকাবাসীর জোর প্রতিবাদ এবং বাধার মুখে তারা মাহফিল বন্ধ করে চলে যেতে বাধ্য হয়।