জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা রাস্তায় দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টায় নিশ্চিতা ইটাখোলা সড়কের মুন্দাইল গ্রামের রকেট চৌধুরীর বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানা হেফাজতে নেয়।মোটর সাইকেল আরহী নিহতরা হলেন ক্ষেতলাল পৌর এলাকার হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার আজিজার মণ্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) এবং একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় মুন্দাইল মোড়ে রকেট চৌধুরীর বাড়ীর সামনে একটি ট্রাক আলু বোঝয় করছিল। মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিশ্চিন্তা বাজার থেকে আসছিল। দ্রুতগামী মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কাদিয়ে ছিটকে পরে ঘটনাস্থলে একজন নিহত হয়। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।