• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৭:৪৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৭:৪৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে নারীকে জিম্মি করে পতিতাবৃত্তি, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে রূপনগর আবাসিক এলাকা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে বাধ্য করানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী দুই নারীকে।১ মে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবাসিকের ১ নম্বর গলির কাপ ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার চারজন হলেন, বাঁশখালী উপজেলার কালিপুর গ্রামের দেওয়ান আলী মাঝির বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে আরাফাতুল ইসলাম (৩০), রাউজান উপজেলার আরাফাতুল ইসলামের স্ত্রী ফারজানা বেগম (৩০), কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা মৌলার পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আবু ওমর (৩২) এবং কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা ফতইল্যার পাড়া গ্রামের মৃত মো. কালুর ছেলে মো. আনসার (৩৫)।পুলিশ জানায়, একজন ভিকটিম গত ১৯ এপ্রিল চাকরির খোঁজে বহদ্দারহাট গেলে আসামি আরাফাতুলের সাথে পরিচয় হয় তার। পরে ভিকটিমকে চাকরি দেওয়ার কথা বলে রূপনগর আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় আসামি ফারজানার সাথে। এরপর প্রতিনিয়ত যৌন নিপীড়ন চালানো হয় তার ওপর।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, 'চাকরির ফাঁদ পেতে তারা এভাবে অসহায় নারীদের সেখানে নিয়ে যেতো এবং জোরপূর্বক অসামাজিক কাজ করাতো।'তিনি আরও জানান, আরাফাতুলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ২০১৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি এবং পাঁচলাইশ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২০২০ সালের একটি মামলা রয়েছে। এছাড়া আরেক আসামি ফারজানার বিরুদ্ধে চকবাজার থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা আছে। গ্রেফতার চারজনের বিরুদ্ধেই নতুন করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।