কুমিল্লায় শাহপুর দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় শাহপুর দরবার শরীফের উদ্যেগে মহাপবিত্র ঈদে মাজিউন্নবী (সা.) ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শাহপুর দরবার শরিফ প্রাঙ্গণ থেকে ১২ রবিউল আউয়ালের পরদিন নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য জশনে জুলুস রেলি বের করা হয়।জশনে জুলুসে আলহাজ ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন আল্-ক্বাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী পীরসাহেব ও সদাব্রত করেন শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ তাহমিদ আবদুল্লাহ আল্-ক্বাদেরী শাহপুরী।এছাড়া আরও উপস্থিত ছিলেন- আলহাজ শরিফুল ইসলাম আল-কাদেরী, আলহাজ আতাউর রহমান আতা, আলহাজ মাস্টার শহিদুল ইসলাম আল-কাদেরীসহ বহু বক্ত ও মুরিদানবৃন্দ।ঈদে মিলাদুন্নবী ও মাজিউন্নবী (সা.) জসনে জুলুস শেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন পিরজাদা মুফতি শাহ নুরুজ্জামান আল-ক্বাদেরী, এনায়েতপুর দরবার শরীফ।অনুষ্ঠানে বিভিন্ন খানকা শরীফ ও জিকিরের কাফেলার পরিচালকগণ, জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি, যুব কমিটি ও সামাজিক, শিক্ষাবিদ, আলেম-ওলামাসহ বিভিন্ন পেশাজীবী ত্বরিকতপন্থি সুন্নি জনতা অংশগ্রহণ করেন।