সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ বিদেশি কূটনীতিকদের স্পষ্ট করল সরকার
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার পালাবদলের পর এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন চলছে বলে ভারতীয় মিডিয়ার একাংশ যে ভুল ধারণা সৃষ্টি করেছে বিশ্বের সামনে তা স্পষ্ট করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।২ ডিসেম্বর সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ, সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হলো আজ।ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনও আক্রমণের শিকার হবে না, সেটি নিশ্চিত করেছে সরকার, আর তা করা হবেও- ব্রিফিংয়ে কূটনীতিকদের তা জানানো হয় বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বৃটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সাথে কথা বলবে ঢাকা।কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন। জানিয়েছেন, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের আগের ও পরের সরকারে পার্থক্য আছে। এটার সাথে অভিযোজনে কোনও দেশের সময় লাগতে পারে।