জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানে নরসিংদী জেলা কমিটির পরিচয়পত্র গ্রহণ
নরসিংদী প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৫-২৬ বর্ষের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে নরসিংদী জেলা কমিটির পক্ষে সংস্থার পরিচয়পত্র গ্রহণ করেন নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক প্রান্ত।২২ ডিসেম্বর রোববার রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাজেদুল হক প্রান্ত তার বক্তব্যে জেলা কমিটির কর্মপন্থা ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘নরসিংদী জেলা কমিটি সাংবাদিকতার নৈতিক মান ধরে রাখতে এবং তথ্যের প্রামাণিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জেলার গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করব এবং জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও নিবেদিত হবো।’তিনি আরও উল্লেখ করেন, ‘জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি তাদের সুরক্ষা নিশ্চিত করতে জেলা কমিটি কাজ করবে। সংস্থার কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা নরসিংদীতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেব।’সাজেদুল হক প্রান্তের বক্তব্যে তার কর্মপন্থার স্পষ্ট দিকনির্দেশনা এবং সংগঠনের প্রতি গভীর দায়িত্ববোধ ফুটে ওঠে। নরসিংদী জেলা কমিটির এই অংশগ্রহণ উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ জাগায়।অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা নরসিংদী জেলা কমিটির সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সাজেদুল হক প্রান্তের নেতৃত্বে নরসিংদী জেলা কমিটি সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানের পরে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে উপস্থিত অন্যান্য সকল সদস্যরাও সক্রিয় অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।জাতীয় সাংবাদিক সংস্থার এই অভিষেক অনুষ্ঠান নতুন নেতৃত্ব ও জেলা কমিটিগুলোর কর্মপরিকল্পনা প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।