• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ সকাল ১০:৪৫:০৭ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ সকাল ১০:৪৫:০৭ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

কা‌লিহাতী‌তে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মহাসড়‌কে প‌রিবহ‌নের ধাক্কায় রাকিব মোল্ল‌্যা (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হ‌য়ে‌ছে।৩১ জানুয়ারি শুক্রবার ভো‌রে ঢাকা-টাঙ্গাইল সেতু মহাসড়‌কের উপ‌জেলার পুং‌লি এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত রা‌কিব মোল্ল‌্যা ব‌রিশালের লাকু‌টিয়া এলাকার রুহুল আমীন মোল্ল‌্যার ছে‌লে।এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ঁড়ির ইনচার্জ মো. শরীফ ব‌লেন, ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল‌টি মহাসড়‌কের পুং‌লি এলাকায় পৌঁছা‌লে পিছন থে‌কে এক‌টি প‌রিবহ‌নের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রা‌কি‌বের মৃত্যু হয়। প‌রে তার মরদেহ উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়। আইনি প্রক্রিয়া শে‌ষে মরদেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হয়েছে।