• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৫:৫৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৫:৫৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সাভার প্রতিনিধি: সাভারের আমিনবাজারে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ২৩ ডিসেম্বর সোমবার ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা যৌথ এ অভিযান পরিচালনা করেন।এসময় আমিন বাজার বড় বরদেশী এলাকায় অবস্থিত মেসার্স এ বি এন ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়, সহকারী পরিচালক জেসমিন আক্তার, পরিদর্শক এসএম মঞ্জুরুল আলম এবং মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিদর্শক মোহাম্মদ শামসুর রহমান।অভিযানে সহায়তা প্রদান করতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ ও র‍্যাব-৪।অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম জানান, ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে এবং বায়ুদূষণকারী ইটভাটা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।