পরিবেশ রক্ষায় কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, ফলজ ও ঔষধি ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।২২ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ হেলাল চৌধুরি।এসময় উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালী কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, অ্যাকাডেমিক সুপারভাইজার সোহেল রানা, উপ প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ হেলাল চৌধুরি বলেন, বনভূমি ধ্বংস করে নির্মাণ হচ্ছে বাসস্থান। এতে পানি দূষণ ও বায়ু দূষণসহ নানাবিধ কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলছে। তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।