• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৭:৪৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৭:৪৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

রাজাপুরে পরিষ্কার ও যানজট নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সড়কের যানজট নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৭ আগস্ট বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন জায়গায় এ যানজট নিরসন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন।এরমধ্যে উপজেলা আওয়ামী লীগের (সাবেক) অফিসের সামনের সড়ক, কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের এলাকা, মুক্তিযোদ্ধা ভবনের সামনেসহ বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা ও পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেন তারা।দুপুরের পর থেকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করে শিক্ষার্থীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগে কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণের ভোগান্তি পোহাতে হতো। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি।