• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১১:৫৫ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১১:৫৫ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

পাবনায় ঐতিহ্যবাহী পুস্পপাড়া পশুরহাটে সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনা প্রতিনিধি: পাবনায় ঐতিহ্যবাহী পুস্পপাড়া পশুর হাট এখন সপ্তাহে দুইদিন করে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছে হাট কমিটি। আর এই সুখর প্রচার প্রচারণার লক্ষ্যে হাট কমিটি ও ইজারাদারের উদ্যোগে হাট চত্বরে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।১৫ জুলাই সোমবার দুপুরে হাটের খাসি ও পেঁয়াজ হাট চত্বরে বিশাল প্যান্ডেল করে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়িদের নিয়ে এই আয়োজন করা হয়। পূর্বে সোমবার ফসলের হাট আর বৃহস্পতিবার পশুর হাট বসতো। কিন্তু ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়িদের চাহিদার আলোকে হাট কমিটি সোমবার ফসল বিক্রির পাশাপাশি পশুর হাট চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।এই সুখবরের বার্তা নিয়ে পশু ক্রেতা বিক্রেতা ও ব্যাপারীদের আকৃষ্ট ও প্রচার প্রচারণার লক্ষ্যে হাট চত্বরে পশু বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাট কমিটি ও ইজারাদার। হাটের প্রথম দিনে পশু ক্রয় বিক্রয়ে খাজনার টাকা মৌকুফ করা হয়েছে । হাটের প্রথম দিনে প্রায় শতাধিক পশু বিক্রি হয়।হাট ইজারাদার আব্দুস ছালাম বলেন, জেলা সদরের ঐতিহ্যবাহী এই হাটে সারা বাংলাদেশের পশুর ব্যবসায়ীরা এসে থাকেন। হাটে একদিকে যেমন নিরাপত্তা প্রদান করা হয় অন্যদিকে জাল টাকা শনাক্ত করণসহ খাজনার টাকা সরকার নির্ধারিত নিয়ম মেনেই আদায় করা হয়।আলোচনা সভাতে উপস্থিত ছিলেন হাট কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন মেম্বার, সদস্য আনোয়ার হোসন, বিল্লাস হোসেন থানা আওয়ামী লীগ নেতা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান পিনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল ও হাট কমিটি সদস্য জাফর মোললা প্রমুখ।