পাচউবো চেয়ারম্যানের সাথে কেইউজের মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার সাথে মতবিনিময় করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে রেজি নং চট্ট- ২৮০৮) নেতৃবৃন্দরা। ১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শহরের কদমতলীস্থ উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা পাহাড়ের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় তুলে ধরেন সাংবাদিক নেতারা। এ সময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন-অগ্রযাত্রায় নিজেদের লেখনির মধ্য দিয়ে দেশবাসীর এগিয়ে চলার পথ দেখিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ প্রতিটি ক্ষেত্রে দেশ ও জনগণের কাজ করে যাওয়ার কথা তুলে ধরেন।এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দুলাল হোসেন, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, যুগ্ম-সম্পাদক লিটন ভট্টাচার্য রানা, কে.ইউ.জে. সদস্য-রুপায়ন তালুকদার, বিপ্লব তালুকদার, শংকর চৌধুরী, আল-মামুনসহ নেতৃবৃন্দরা অংশ নেন।