• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫১:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫১:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খুলনার ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে মানববন্ধন

খুলনা ব্যুরো: খুলন-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় খালিশপুর ক্রিসেন্ট গেট বিআইডিসি রোডে ক্রিসেন্ট কারখানা শাখার উদ্যোগে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খুলনা খালিপুরস্থ ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল চালুর দাবিতে বেলা সাড়ে ১১টায় শ্রমিকরা ক্রিসেন্ট গেটে সমবেত হয়। পরে ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার আয়োজনে বিআইডিসি রোডে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার সিনিয়ার সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা গণ সংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, কেন্দ্রীয় পাটশ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসেদ আলম শমসের, খুলনা মহানগর বিএনপি সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শেখ আল-আমিন , মহানগর বাসদের সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, ইস্টার্ন জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান, ক্রিসেন্ট কারখানা শাখার  সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সম্পাদক আক্তার হোসেন , সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন খন্দকার ও শামীম আহম্মেদ । সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪ বছর রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ হলেও এখনো পর্যন্ত খুলনার ৫টি জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে বিজেএমসির আওতাধীন সকল পাটকল চালুসহ শ্রমিকদের পাওয়া পরিশোধের জোর দাবি জানান।