নীলফামারীতে পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করতে মতবিনিময় সভা
নীলফামারী প্রতিনিধি: ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ। পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাট ব্যবসায়ী, জুট মিল, অটো রাইস মিল ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পাট অধিদফতর।জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, মুখ্য পাট কর্মকর্তা ফিরোজ আহমেদ, এম আরসি অটো রাইস মিলের প্রতিনিধি মশিউর রহমান, উদ্যোক্তা জেমিন আকতার প্রমুখ।এ ছাড়াও ৫০ জন স্টেকহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি কর্মকর্তারা কৃষকের সাথে মিলেমিশে মাঠ পর্যায়ে কাজ করলে পাটের উৎপাদন ও মান উন্নয়ন সম্ভব। পাশাপাশি পণ্যের প্যাকেজিংয়ে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।তিনি বলেন, ক্ষতিকর পলিথিন পরিবেশের কী কী ক্ষতি করে তা জনগণের সামনে তুলে ধরা সকলের দায়িত্ব। আর মানুষ সচেতন হলে বিভিন্ন পণ্যে পাটের বস্তা ব্যবহার সম্ভব হবে।