• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

লিজ নেয়া পাটকলগুলো আশানুরূপ ফল দিতে পারেনি: পাটমন্ত্রী

খুলনা ব্যুরো: পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বেসরকারিভাবে লিজ নেয়া পাটকলগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি। লিজের শর্ত ছিল পর্যাপ্ত পরিমাণ পাট জাতীয় দ্রব্য উৎপাদনসহ মিলের পুরাতন দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা। সেটি না হওয়ার কারণে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এছাড়া বন্ধকৃত পাটকল এলাকার বিশাল জমিতে অর্থনৈতিক জোন করা যায় কিনা, সে বিষয়টি বিবেচনায় নেয়া হবে।তবে পাট এবং পাটজাত দ্রব্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।১৮ মে শনিবার সকালে খুলনায় পাটকল পরিদর্শন শেষে খালিশপুর জুট মিল গেটে এক প্রেস ব্রিফিংয়ে পাট ও বস্ত্রমন্ত্রী এসব কথা বলেন।সকাল সাড়ে দশটায় খুলনার খালিশপুরে প্রথমেই ফরচুন গ্রুপের লিজ নেয়া দৌলতপুর জুটমিল পরিদর্শন করেন তিনি। এরপর তিনি প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুটমিল ও খালিশপুর জুট মিল পরিদর্শন করেন।এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন ও পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ ।এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমানে রফতানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগামীতে কিভাবে প্রথম অবস্থানে আসা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।