লালপুরে কদিমচিলান দাইড় পাড়া বাজারে ইসলামি পাঠাগার উদ্বোধন
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া বাজারে যুব সমাজের উদ্যোগে ইসলামি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর ১ (লালপুর/বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাহাবুল ইসলাম। স্থানীয় মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষজন ও শিক্ষার্থীবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন- বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাখাওয়াত হোসেন মন্টু, এশিয়ান টিভির রিপোর্টার ওমর ফারুক, আব্দুস সামাদ, হাফেজ ইমরান হোসাইন, রাকিবুল হাসান কাজল, মো. আব্দুল আউয়াল সবুজ, আতাউর রহমান প্রমুখ।অনুষ্ঠান শেষে দোয়া ও ফিতা কেটে ইসলামি পাঠাগারের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ। বই পাঠের মাধ্যমে বিশেষ করে ইসলামি পাঠাগার থেকে জ্ঞানের সম্ভার সংগ্রহ করে ভাল সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখার গুরুত্ব দেন অতিথিরা।