সিলেটে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া (৩২) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাঘার পাড় গ্রামের নবী হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্কার সংরক্ষিত এলাকার স্থাপনার নীচ থেকে পাথর উত্তোলন করার সময় সকালে উপর থেকে মাটি ধসে লিটন মিয়ার ওপর পড়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।